★★সংস্কার কি ? ★★
ষোড়শ সংস্কারগুলো কি কি ?
--------------------------------------------
উত্তর: আর্য হিন্দুসন্তনের গর্ভধান থেকে মৃত্যু অবধি শাস্ত্র অনুযায়ী মন্ত্রের দ্বারা নির্বাহ করতে হয় এই পদ্ধতিগুলোকে সংস্কার বলা হয়
হিন্দুধর্ম মতে সংস্কার ১৬ টি যাকে ষোড়শ সংস্কার বলা হয় সেগুলো হল-
১. গর্ভধান
২. পুংসবন
৩. সীমান্তোন্নয়ন
৪. জাতকর্ম
৫. নামকরণ
৬. নিষ্ক্রমণ
৭. অন্নপ্রাশন
৮. চূড়াকর
৯. কর্ণবেধ
১০. উপনয়ন
১১. বিদ্যারম্ভ
১২. সমাবর্তন
১৩. বিবাহ বা গার্হস্থ্য
১৪. বানপ্রস্থ
১৫. সন্ন্যাস
১৬. অন্ত্যেষ্টি
১. গর্ভধান: গর্ভধান অর্থাৎ
গর্ভাশয়ে বীর্যস্থাপন
এক্ষেত্রে পুরুষের বয়স
কমপক্ষে ২৫ ও কন্যার বয়স
কমপক্ষে ১৬ হওয়া উচিত
২. পুংসবন: গর্ভস্থির হলে ২য়
বা ৩য় মাসে এটি করতে হয়
৩. সীমান্তোন্নয়ন: গর্ভমাস
হতে ৪র্থ মাসে শুল্কপক্ষে শুভতিথিতে করতে হয়
৪. জাতকর্ম: জন্মের সময় কৃতকর্মাদি
৫. নামকরণ: সন্তান জন্মের ১০
দিন বাদ দিয়ে একাদশ
দিনে বা ১০১ দিনে বা ২য় জন্মবর্ষে
৬. নিষ্ক্রমণ: গুহের বাইরে যেখানে নির্মল বায়ু সেখানে শিশুকে ভ্রমণ করানো
জন্মানোর তৃতীয় শুক্লপক্ষের তৃতীয়াতে অথবা চতুর্খ মাসের জন্মতিথিতে
৭. অন্নপ্রাশন: ৬ষ্ঠ মাসে জন্মদিনে শিশুকে অন্নপ্রাশন করাতে হয়
৮. চূড়াকরণ: জন্মের পর প্রথম বর্ষে বা তৃতীয় বর্ষে উত্তরায়ণ কালে শুক্লপক্ষের
শুভদিনে করাতে হয়
৯. কর্ণবেধ: জন্মের পর তৃতীয় বা পঞ্চম বর্ষে শিশুর কর্ণভেদ করাতে হয়
১০. উপনয়ন: জন্মমাস হতে অষ্টম, একাদশ, দ্বাদশ বর্ষে যথাক্রমে ব্রাহ্মণের,
ক্ষত্রিয়ের ও বৈশ্যের উপনয়ন নিতে হয়
১১. বেদারম্ভ: ব্রহ্মচর্যাশ্রমতথা গুরুকুলে থেকে শিক্ষলাভ যা বর্তমানে ছাত্রজীবন
১২. সমাবর্তন: শিক্ষাশেষে গৃহে প্রত্যাবর্তনের তথা শিক্ষসমাপনের অনুষ্ঠান
১৩. বিবাহ: পুরুষের কমপক্ষে ২৫ ও নারীর কমপক্ষে ১৬ সর্বপ্রকারে তুল্য দুজন বিপরীত লিঙ্গের মাঝে সন্তান লাভ ও গার্হস্থ্য ধর্ম সম্পাদনের জন্য অগ্নি সাক্ষী রেখে বন্ধনে আবদ্ধ হওয়া
১৪. বানপ্রস্থ: পুত্র যখন গৃহস্থ ধর্ম গ্রহণ করবে এবং পুত্রেরও সন্তান জন্ম নেবে এবং নিজের ৫০ বৎসর পূর্ণ হলে বানপ্রস্থ
অবলম্বন করে সংসার থেকে দূরে বসবাস করবেন
১৫. অন্ত্যেষ্টি: মৃত্যুর পর শাস্ত্রবিধি মোতাবেক শ্রাদ্ধাদি
Amoxil Clavula Side Effects <a href=http://ciali5mg.com>cialis canada</a> Propecia Target Sicher Cialis In Amerika Kaufen Buy Tamoxifen Online No Prescription