ইসলামের অবৈজ্ঞানিক কথা গুলি---
- JaiHindu.Tk
১] - ইসলাম মতে পৃথিবীতে মোট ১৪০০০০ নবি এসেছেন... আমি যদি প্রত্যেক নবির গড় বয়স ৬০ বছর ধরি তাহলে ১৪০০০০ নবির মোট বয়স ৮৪ লক্ষ বছর, মানে পৃথিবীতে ৮৪ লক্ষ বছর আগে প্রথম নবি এসেছেন, কিন্তু বিজ্ঞান ও ইতিহাস মতে পৃথিবীতে ৫ লক্ষ বছর আগে মানব জাতি এসেছে, তাও তারা সকলে বন্য ছিলেন... সেখানে ৮৪ লক্ষ বছর আছে প্রথম নবি কি করে এল ?? কারন তখন ত মানব জাতিই ছিল না !! এটা ইসলামের সব থেকে বড় ভুল...
২] - ইসলাম মতে সূর্য ও চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে... কিন্তু বিজ্ঞান বলে সূর্য স্থির ও পৃথিবী ও চাঁদ সূর্য কে প্রদক্ষিণ করে, যার ফলে ঋতু পরিবর্তন হয় ও দিন রাত সংঘটিত হয়, এর পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে কিন্তু ইসলামের মতের পিছনে কি কি যুক্তি আছে সেটা কি কোরানে স্পষ্ট করে বলা নেই, আর তা ছাড়া পৃথিবী যদি সত্যি সত্যি সূর্যকে প্রদক্ষিন করে তাহলে কিন্তু ঋতু পরিবর্তন ঠিক ভাবে হবে না কারন তাহলে পৃথিবীর সকল স্থান সমান ভাবে আলো ও উষ্ণতা পাবে না... এটাও ইসলামের একটি অবৈজ্ঞানিক কথা
৩] - ইসলাম মতে দুনিয়াতে প্রথম মানব হল আদম ও ইভ... আমারা নাকি তাদের সন্তান- সন্ততি ?? আচ্ছা সত্যি সত্যি আদম ও ইভ থেকে সকল মানব সৃষ্টি হয় তাহলে দুনিয়াতে এত ভাষা ভাষী এল কথা থেকে ? কারন এটা সত্য যে বাবা-মা যে যে ভাষায় কথা বলবে তাদের সন্তানরাও একই ভাষায় কথা বলবে অর্থাৎ বাবা-মা যদি আরবি তে কথা বলে তাহলে সন্তান রাও আরবিতে কথা বলবে আর বাবা-মা যদি ইংরাজি তে কথা বলে তাহলে সন্তান রাও ইংরাজিতে কথা বলবে, অর্থাৎ দুনিয়াতে দ্বিতীয় ভাষা বলে কিছুই আর থাকবেনা... আর ইসলাম মতে দুনিয়াতে একটি মাত্র ভাষা থাকা দরকার যে ভাষায় আদম ও ইভ কথা বলত... কিন্তু বিশ্বে ৪ হাজার রকমের ভাষা আছে !!! এটা কি ভাবে সম্ভব ??? যদি দ্বিতীয় ভাষা না থাকে তাহলে আমাদের একাধিক ভাষার ধারনা এল কিভাবে ? সুতরাং এটাই প্রমানিত হয় আমারা মতেই আদম ও ইভের সন্তান নই...
উপরের ইসলামের ৩ টে ব্যাখ্যাই বিজ্ঞান মতে ভুয়ো... শুধু বিজ্ঞান নই বাস্তব দৃষ্টি দিয়ে দেখালে অগুলি অসম্ভব মনে হয় কারন ইসলামিক যুক্তির পিছনে কোনও উপযুক্ত ব্যাখ্যা নেই...
Created at 2014-08-25
Back 2 Posts
UNDER MAINTENANCE