ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ আবদুল কালাম একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, যার জীবনধারায় এক ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় : তিনি অবিবাহিত ছিলেন এবং নিরামিষাশী ছিলেন , খাবার দাবারের মাধ্যমে কখনোই এটা বোঝা যায়নি যে তিনি কোন ধর্মাবলম্বী |
দৈনিক সংগ্রাম পত্রিকার ২৮বর্ষ ১৬৪তম সংখ্যার ১ম পৃষ্ঠায় ডঃ আবদুল কালামের দৈনন্দিন জীবন ধারা সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য পরিবেশিত হয়েছে | পত্রিকাটি তার প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ডঃ আবদুল কালাম যদিও মুসলিম নামধারী এবং বংশ পরম্পরায় মুসলমান হিসাবে পরিচিত হলেও তিনি তার নিজ ধর্মগ্রন্থ না পড়ে প্রতিদিন গীতা পড়েন | ডঃ কালামকে তার নিজস্ব অন্যান্য আচার অনুষ্ঠান এবং এমনকি রোজা রাখতেও কেউ কোনদিন দেখেননি |
ডঃ রফিক জাকারিয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের অন্যতম বিশিষ্ট মুসলিম চিন্তাবিদতিনি কালাম সম্পর্কে লিখেছেন— "কালাম কখনও কোরান পড়েন না অথচ প্রতিদিন সকালে তিনি গীতা পড়েন এবং এর মাধ্যমে পুলকিত হন | তিনি মনে প্রাণে শ্রীকৃষ্ণের অনু গত প্রতিটি উপলক্ষে তিনি পাঠ করেন হিন্দু ধর্মগ্রন্থ | তিনি মনে প্রাণে নিরামিষাশী | তার শেকড় প্রকৃতিই নিহিত হিন্দুইজমের মধ্যে এবং তিনি পড়েন তামাম হিন্দু ধর্মগ্রন্থসমূহ" |
UNDER MAINTENANCE