(বিশ্বধর্ম ও শ্রীকৃষ্ণ)
ইসলাম ধর্ম :
ইসলাম ধর্মালম্বীদের মধ্যকার আহমদিয়া সম্প্রদায় বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণ হলেন আল্লাহ প্রেরিত একজন নবী | তাদের মতে তাদের নবী মোহাম্মদ ভারতবর্ষের কৃষ্ণবর্ণের একজন নবীর কথা বলে গিয়েছেন যার নাম কানহা যা কানাইয়া(শ্রীকৃষ্ণের অপর নাম) | এর ই সমার্থক
তাদের প্রবর্তক প্রখ্যাত ইসলামিক পন্ডিত মির্জা গুলাম আহমদ বলেন :
"আমি একথা পরিস্কারভাবে বলতে চাই যে শ্রীকৃষ্ণ একজন দূর্লভ মহাত্মা তিনি একজন নবী যিনি ঈশ্বরের নির্দেশে নেমে এসেছেন,তিনি ঈশ্বর থেকে এসেছেন,তিনি ছিলেন জয়ী ও যশবানতিনি আর্যদের ভূমি থেকে পাপ দুর করেছেন,তাঁর ছিল ঈশ্বরের প্রতি পূর্ণ ভালবাসা | তিনি ছিলে সত্ এর সহচর ও শয়তানের শত্রু"
জৈন ধর্ম :
জৈনধর্ম মোট ৬৩ জন সলকপুরুষ বা শ্রেষ্ঠ মানবকে বিশ্বাস করেন যার মধ্যে শ্রীকৃষ্ণ একজন |
বৌদ্ধধর্ম :
বৌদ্ধধর্মের জাতক গ্রন্থে শ্রীকৃষ্ণকে ধম্মসেনাপতি বা ধর্মের সেনাপতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে | তাঁকে সেখানে "স্বর্গীয় বালক" যে কিনা জ্ঞান ও ন্যয় এর প্রতিমূর্তি হিসেবে দেখানো হয়েছে | জাপানী বৌদ্ধরা তাঁকে উপাস্য দেবতা হিসেব মানে
বাহাই ধর্ম :
বাহাই ধর্মের অনুসারীরা যীশু,মোসেস,মোহাম্মদ ও বুদ্ধের পাশাপাশি শ্রীকৃষ্ণকে ঈশ্বরের প্রেরিত দুত হিসেবে বিশ্বাস করে |
UNDER MAINTENANCE