১৮ আগস্ট ২০১৪ শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন | সবাইকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা |
এই বিশেষ দিনে আমরা অনেকেই নিজ গৃহে অথবা মন্দিরে গোপাল পুজা করি, শ্রীকৃষ্ণের কৃপা লাভের উদ্দেশে উপবাস রেখে থাকি | উপবাসের বেশ কিছু নিয়ম আমরা অনেকেই জানিনা
উপবাসের আগের দিন, উপবাসের পরের দিন ও উপবাসের দিন বেশ কিছু নিয়ম পালন করতে হয় |
উপবাসের পূর্বদিনের করনীয়ঃ -
*গৃহের রান্নাঘর পরিষ্কার করে চুলা ধুতে হবে
* নিরামিষ ভোজন করতে হবে
*একবেলা অন্নগ্রহন করতে হবে,এতে অসমর্থ হলে নিরামিষ ভোজন যথেষ্ট *সহবাস নিষিদ্ধ
উপবাসের দিনঃ
*সকালে উঠে স্নান করে পরিষ্কার ও ধোয়া কাপড় পরতে হবে
*তেল মাখা, দিবা নিদ্রা, সহবাস,পাশা খেলা/জুয়া খেলা, নেশা করা, বিলাসি বেশ ভূষা সম্পূর্ণ বর্জনীয়
*সম্পুর্ন উপবাস না করতে পারলে দুধ, জল, ফল-মুল, মধু, ওষুধখাওয়া যেতে পারে
*হরিনাম সংকীতন উপবাসের পরের দিন/পারন দিন দিনে ২বার অন্ন গ্রহন, আমিষ গ্রহন
সহবাস, দিবা নিদ্রা, দুর পথে যাত্রা, পরের অন্ন ভজন(অর্থাৎ যারা পুজা করেনি, তাদের অন্ন
গ্রহন/নেমন্তন্ন ভোজন) শাস্ত্র বিরুদ্ধ |
ভগবানের কৃপায় আমরা যাতে সকলে সুন্দর ভাবে জন্মাষ্টমী পালন করতে পারি, এই কামনা করি | শ্রীকৃষ্ণের আশির্বাদ আমাদের সকলের উপর বর্ষীত হোক |
জয় শ্রীকৃষ্ণ |
UNDER MAINTENANCE